কালা শাহ রচিত গান নং ১৪১

তোমার লাগিয়া রে বন্ধু, তোমার লাগিয়া
জীবন করিলাম শেষ, না পাইলাম তোমার উদ্দেশ
তুমি রইয়াছো বন্ধু আমায় পাশরিয়া ।।
যাবত-জীবন ফিরি বনে বনে তোমারে ঢুরিয়া
আকাশ পাতাল আদি, ত্রিভুবন পাহাড় নদী
ফিরি আমি কান্দিয়া কান্দিয়া ।।
হইলাম কত কুলটা, লোকে দেয় মোরে খোটা
ভর্ৎসনা করিয়া ।
কান্দি দিবানিশি, একা একা বসি
একবার চাইলায় না বন্ধু, আমায় ফিরিয়া ।।
নিদয়া পাষাণ, নিয়াছো পরাণ, বুকে ছুরি দিয়া
শুধু কায়া থুইয়া, প্রাণি নেও কাড়িয়া
তুমি রয়েছো সুখে, আমায় বধিয়া ।।
কাফ লাম শীনে ভাবি রাত্রদিনে
জবর না দিয়া ।
উদাসী হইয়া কান্দিয়া কান্দিয়া
আমি রয়েছি বন্ধু পন্থপানে চাইয়া ।।