কালা শাহ রচিত গান নং ১৩৯

মুর্শীদ ধন, চিনলেনা মন, দেখলেনা ভাবিয়া
ও মন পাগেলা রে
ও তোর সাধের জীবন যায়রে ফুরাইয়া ।।
আইসাছো মন পরবাসে
বেপারে তিজারতের আশে
রিপুর বশে রইলায় বসিয়া
ও তর দেহ তরী হইলো চুরি রে মন, চাও নিরক্ষিয়া ।।
গোনার দিন ফুরাইয়া গেলো, সাক্ষাতে শমন ঘিরিলো
কি সাহসে রহিলে বসিয়া
আসবে শমন, বানবে যখন রে মন,
না দিবে ছাড়িয়া ।।
জমাজমি বসতবাড়ি, করলে কত কষ্ট করি
এইসব তোমার থাকবে রে পড়িয়া
অতি সাধের স্ত্রী-পুত্ররে মন, কারে যাবে দিয়া ।।
কাফ লাম শীনের তালা, জবর দিলে মিলবে কালা
চেনো কালা ধ্যানে বসিয়া ।
ও তর আণ্ডার ভিতরে বাচ্চা নাইরে
মন পাখি যায় উড়িয়া ।।