আমারে দিলায় গো মুর্শীদ, নফস রাজার জেলেতে
জীবন যৌবন দিয়া, পাপের বোঝা লই সাথে ।।
বন্দী হইয়া কারাগারে, ডাকি তোমায় সকাতরে
দয়া মায়া নাই অন্তরে, মজাইলা মাইয়াতে ।।
নফস রাজার উল্টা কল, হরিয়া নিলো শক্তিবল ।
ভাটি মদনের দল, বন্দী হইলাম তার হাতে ।।
সেই নদীর তরঙ্গ ভারি, যৌবন ঢেউয়ে ডুইবা মরি
মহাজনের মাল ঘুইচে যায়
জাহাজ ভাঙ্গি যায় ঢেউয়েতে ।।
নফস হইলো দূরাচার, মাল হরিয়া নিলো কালাশার
লাভ দেখাইয়া কাছে নিয়া ডুবাইলো তার হাতে ।।