কালা শাহ রচিত গান নং ২২৪

আশিকের বাজারে চল, মাশুক প্রেমে খেলবো লাই ।
হরদমে মিলবো আলেক সাঁই ।।
দমের কোঠায় দিয়া তালা, ধিয়ানে জপ নামের মালা গো ।
নিচুপ চোরা যাবে ধরা, যোগসাধনে ঠেকা নাই ।।
গুরুর প্রেমে হইয়ে মত্ত, বুঝিয়া নে তুই সাধনতত্ত্ব গো
গুরু দীক্ষা, গুরু শিক্ষা, গুরু বিনে গতি নাই ।।
একদিলে আলেক মেলে, নামের মালা যারই গলে গো
দুইদিলেতে যাবে মারা, কিছুতে তর কিছু নাই ।।
ধিয়ানে বর্জক ধর, পাবে মতলব নিজঘর গো
অন্ধকার ঘুইচে যাবে, দেখবে তখন মন কানাই ।।
কালাশায় কয় মনগুমানে, দুকুল খাইলাম ভক্তি বিনে গো
হইলে ভক্তি পাবে মুক্তি, রূহ-কামিনী পঞ্চভাই ।।