মুর্শীদ ভজো মন, থাকিতে জীবন,
হইবে সাধন, অমূল্য রতন ।।
আপে মাওলা ধন, প্রেমেরই কারণ,
সৃজন করিলা এ তিন ভুবন ।
এ তিন ভুবনে, প্রেম ধন বিহনে,
আর কি ধন আছে বলো আপন ।।
অন্ধকার ঘরে না দিলে বাতি,
হাজার চাইলে দেখবি কি হাতি ।
মুর্শীদ বিহনে অন্ধকার রাত্রি,
দিলেতে তোমার না হবে রুশন ।।
হাজার টাকা দিয়া, মাটি কাটিয়া,
তালাব গড়িলে পানির কারণ ।
তালাব ভরা পানি, কেমনে আনি,
কলসি ছিদ্র, না যায় আনন ।।
মুর্শীদ বিহনে না যায় খেলা,
আলেমে বলে দর্জালের চেলা ।
দর্জালের চেলা, এস্কের খেলা,
প্রেমিক বিহনে কভু না যায় খেলন ।।
মুর্শীদ সুজন, দুনিয়া রুশন,
কালাশায় বলে চাইয়া দেখ মন ।
ভাই বন্ধুগণ, কেও তো নয় আপন,
জাগিয়া দেখ নিশির স্বপন ।।