কালা শাহ রচিত গান নং ২১২

আমারে বানাও গো আল্লা তোমার দেওয়ানা ।
তুমি বিনে এই সংসারে, মওলা নাই গো আপনা ।।
লতাকনাতু নামের ধ্বনি, গুনাগারের মেহেরবানী
গুনাখাতা মাফ করো, করিম রব্বানা ।।
আলিমুল গায়েব নামী, দিলের খবর জানো গো তুমি
কীসে তে কি করি আমি, চোখ থুইয়া কানা ।।
তোমার করিম-রহিম নামের গুণে, আমি কানা দীনহীনে ।
এথায় সেথায় তরাইয়া লও, আমি বেফানা ।।
এলাহী কাদির সাঁই, তুমি বিনে লক্ষ্য নাই ।
কি করিবো, কোথায় যাবো মওলা, শয়তানের থানা ।।
তুমি আল্লা দয়ামহি, কাতর হইয়া গো কহি ।
ছকরাত সময়কালে তরাও রব্বানা ।।
আসিয়া এই পরবাসে, পেটের লাগি হায়-হুতাশে ।
কলঙ্ক নাম দেশ-বিদেশে মওলা আমার গেলো না ।।
তোমার প্রেমের হই ভিখারী, নফস দিলায় কর্মচারী ।
তার যন্ত্রণা সইতে পারি, মওলা তুমি দেখো না ।।
কালাশারও পাগল মন, সদায় করে উচাটন ।
জানশরীফ শা মুর্শীদ, বাবা কেন চেনো না ।।