কালা শাহ রচিত গান নং ৪০

সাপ ধরিতে চাও যদি মন, আগে করো সাধনা ।
ওরে সাধনসিদ্ধি না হইলে তর সাপ ধরিতে পারবে না ।।
মাইয়া ডাকাত, কাল সাপিনী
হরিয়া নেয় তোর রত্ন গো মণি ।
ওরে অমূল্য রতন নিলো, সেই ধন তুমি চিনলায় না ।।
সাপিনীর ভঙ্গী বাঁকা, দেখলে জীবন যায়না রাখা ।
ওরে অমৃত ফলে বিষমাখা, খাইলে প্রাণ আর বাঁচেনা ।।
সাপিনী কামিনীর সঙ্গে খেলা করো মনোরঙ্গে ।
ওরে পালা সাঁপে দংশে তোরে, সেই কথা কেন বোঝোনা ।।
সাপ ধরিতে চাও যদি, মুর্শীদ ভজো নিরবধি ।
ওরে কালাশার ছয়জন বাদী, সাঁপ ধরিতে পারে না ।।