কালা শাহ রচিত গান নং ১২১

আমার শুকাইলো পিরীতের ফল
ভাইরে গাছের আগায় ।
হাতে নাই মোর লম্বা কোটা ভাইরে কি করি উপায় ।।
প্রেম রসেরই যত ফল, সকলই সাধনের বল ।
প্রেমের ঘরে জ্বলছে অনল ভাইরে জ্বইলা মরি হায় ।।
একটি ফলের তিনটি শাখা, তাহাতে গরল মাখা ।
খাইলে জীবন যায়না রাখা ভাইরে, কি করি উপায় ।।
যে খাইছে পিরীতের ফল, শুকনা নদীতে মিলবো জল ।
আমি সরলে মিশাইয়া গরল, করি হায়রে হায় ।।
কালাশা তর প্রেম করা, হইলোনা রে জন্ম পোড়া ।
মদনগঞ্জে খাইলে মারা, কাম কুম্ভীরের নায় ।।