ধরো গিয়া তারে রে মন, ধরো তারে ।।
না ধরিলে অধর ধরা
ডাকলে কি লাভ, না ধরলে তারে ।।
দমের কোঠায় দিয়া তালা
ধ্যানে জপো নামের মালা
দেখবে তখন চিকন কালা খেলে উজান শহরে ।।
রূপকামিনী পঞ্চভাই, নাচে পঞ্চস্বরে
যে ধইরাছে অধর ধরা, মারছে ধাক্কা কাম সাগরে ।।
কাম নদীতে মদন মাঝি, তার অধীন নফস কাজী
মায়াজালে ঠেকছি আজি, দেখো এই সংসারে ।।
নয়ন মাঝি নফস কাজী তার ফেরে ঘোরে
লোভ দেখাইয়া কাছে নিয়া,
জাইতা মারে কাম সাগরে ।।
মণিরাম চৌকিদার নামে, চৌকি ফিরে ঐ গ্রামে
সে তো গেলো চোরের ভারে, পক্ষ করি কারে ।।
কাফ লাম শীন অক্ষরে জবর দিলে সারে
হাওয়ায় ওড়ে নামের পাখি, কেমনে ধরি তারে ।।