কালা শাহ রচিত গান নং ১২০

গুরু ভবে পরম ধন, চিনলে না অজ্ঞান মন
গুরুর পদে ভক্তি করো, করিয়া যতন ।।
গুরুবাক্য অনুসারে, যেজন সাধন করছে তারে
সে তো ভবে হইছে মহাজন ।।
রাধার নামে বাদাম দিয়ে, ভবনদী যায়গো বাইয়ে
হৃদয়কলে চাবি দিয়ে চলছে বৃন্দাবন ।।
গয়া কাশী বৃন্দাবনে, আসা যাওয়া দমের সনে
কারো সঙ্গে নাহি আলাপন ।।
সে তো ভবে পরশমণি, স্বর্ণযোগে হইছে ধনী
যোগী ঋষি মহাধনী, ঐ প্রেমে বন্দান ।।
হরি-কৃষ্ণ, রাধা-কালী, সেই নামেতে হইতে বলি
স্ত্রী-পুত্রের নাহি প্রয়োজন ।।
দুই হাতে দিয়ে তালি, হরি বল, হরি বল বলি
এসো বাবা দয়াল হরি, করি সংকীর্ত্তণ ।।
আর কিছু ভাবনা নাই, গুরুর প্রেমে মজো ভাই
পাইছো যদি মানুষের জীবন ।।
কালাশাও মোসলমান, হিন্দুয়ানী বানছি গান
গানের অর্থ করিয়া দেখ, মিলিবে রতন ।।