কালা শাহ রচিত গান নং ৯০

আমার কাদির গনি, প্রেমের ভাণ্ডার দিলো মাইয়ার ঠাই ।
মাইয়া বিনে এই সংসারে ভাইরে পুরুষের শান্তি নাই ।।
পুঞ্জি দিলো ষোলোআনা ব্যাপার করিতে দুনা
আসলে উসুল মেলেনা ভাইরে কি করলে কামাই ।
রাজা বাদশা যতজন, মাইয়া ভবে মূলধন
হাকিম হুকমা, দারোগা বাবুরে ভাই
মাইয়ার চাকর বিনে নাই ।।
মাইয়া তো জগতের বড়, জন্ম লইলাম তার উদর ।
তার ঘরে জন্ম লইয়া ভাইরে কার সঙ্গে খেলাই ।।
ফকীর সাধু বৈষ্ণবগণ, মাইয়ার পদে দিছে মন ।
কাম তরঙ্গে মত্ত হইয়ারে ফকীর, আসল কাজে ছাই ।।
কালাশাও মাইয়ার সঙ্গ, কাম তরঙ্গে দিয়া ভঙ্গ (রে ভাই)
লইয়া মুর্শীদের সঙ্গ রে কালা, খেলো প্রেমের লাই ।।