এশকো ছাড়া খাইলা মারা
রংপুরের দিল দরিয়ার পারে বইসে কান্দিরে সদায় ।।
সেই নদীরও তরঙ্গ ভারী
কুল কিনারা নাহি মিলে, না আছে খাড়ি
যৌবন ঢেউয়ে তল করিলে লাহোল দরিয়ায় কে উঠায় ।।
তিন তক্তার বানাই দিলো নাউ,
পবন সওয়ারী দিলো, কার সঙ্গে খেলাও
সঙ্গের সঙ্গী কোনজন ছিলো, তারে না চিনিলাম হায় ।।
নয়নপুরে বসাইয়া বাজার, মণিপুরে মালের গোলা হইলো উজাড়,
হ্যাচকা টানে হরিয়া নিলো, বান্ধিয়া না সে রাখা যায় ।।
ভাইরে অধম কালাশায় বলে,
জীবনও যৌবনও গেলো রমণীর ছলে
মহাজনের পুঞ্জীপাট্টা ডুবাইলাম হায়রে হায় ।।