তোমার দেহের মক্কা মদীনার খবর রাখো নি ।
কই মক্কা, কই মদীনা, কই তোমার ত্রিপনি ।।
মক্কা হইতে মদীনা, তেরো মঞ্জীল, আছে জানা
তোমার দেহেরও মদীনা যাইতে চৌদ্দ মঞ্জিল, শুনছো নি ।।
আরকান, আহকাম, তেরো ফরজ
বাহার ভিতর শিখবার গরজ
কয়টি বাহার, কয়টি ভিতর, গওর কইরে দেখছো নি ।।
পশ্চিমে সেজদা করো, তোমার দিন কাবাড় হইলো
কোন ধার মক্কার কাবা, মক্কার শহর,
মাঝখানে কেবল ঢুসানি ।।
কই তোমার নামাজের ধারা, খাড়া বসা উঠা পড়া
মুখে পড় লম্বা সূরা, হিসাব কর ভুল হয় নি ।।
দেহের চারটি পসর, ছয়টি ঘর, ত্রিশ মূর্তি কাবার লহর
চার ইমামে নামাজ পড়ে দিল কাবাতে রৌশনি ।।
আল্লা আলি মা ফাতেমা, হাসেন-হুসেন, এই পাঁচজনা
দেখবে যখন, বুঝবে তখন, রসুলুল্লাহ তরণী ।।
কলবে নামাজ পড়ো, ফলকে সজিদা করো
তোমার কাবায় বর্জক ধরো,
দেখবায় তোমার নিশানী ।।
তবে নামাজে হবে পুরা, পাক পরোয়ার সামনে খাড়া
কাফ লাম শীনের ধারা, জবর দিয়া দেও মায়নি ।।