কালা শাহ রচিত গান নং ১০৫

প্রেমের গুরু কল্পতরু, চিনলে নারে মন আমার ।
ওরে, হৃদ বাজারে হাট বসাইয়াছে,
বিকায় রে প্রেমের পসার ।।
সেই বাজারের মহাজন, বিনামূল্যে বেচে ধন ।
ওরে খরিদ্দার নাহি মিলে, চার ডাকাইতের কারবার ।।
প্রেমিক বিনে সেই বাজারে, কেহ নাহি যাইতে পারে ।
অপ্রেমিকে সেই বাজারে খাস্তা দেয়রে বেশুমার ।।
প্রেমভিখারী যতজন, লও যাইয়া প্রেমধন ।
জলদি জলদি করো গমন, কর্মফলে আছে যার ।।
প্রেম বাজারের বেচাকিনা, কালাশা তর আর হইলো না ।
ওরে মদনগঞ্জে খাইলে মারা, গুরুর চরণ করো সার ।।