আয়রে সোনা বন্ধু তরে দিলাম জাতি কুল ।
গোপনে গোপনে দিলাম হৃদ বাগানের ফুল ।।
হইয়া তর উদাসীনি, ঘুরি বনে পাগলিনি গো ।
এগো দরশন দিয়া মোরে রাখ জাতিকুল ।।
বন্ধু তুমি সোহাগিনী, আমি তোমার ভিখারীনি ।
এগো প্রেম ভিক্ষা দেওগো মোরে গেলো সমস্তল ।।
চক্ষে মোর দিয়ে তালা, হৃদমন্দিরে করো খেলা গো ।
ধরতে গেলে দেওনা ধরা, হইয়াছি আকুল ।।
কালা তোর কলঙ্কের মালা, দিয়া গলে হইয়া জ্বালা ।
জ্বালায় জ্বালায় হইলাম কালা, দেওগো চরণ ধুলা ।।
অধম কালাশায় বলে, প্রেমভিখারী কয়জন মিলে গো ।
এগো প্রেমের ভিখারী হলে পাবে রত্ন মূল ।।