মানুষে মানুষ বিরাজ করে, যার আছে হুশ
ধরতে পারে মানুষ, নইলে কি গো মানুষ ধরিতে পারে ।।
যদি হইতে চাও সেই মানুষ, ছাড়াও মনেরই দুষ
চলিয়ে যাও তুমি পাতাল নগরে ।
সেথায় আছে মানুষ খাটি, দেখবে পরিপাটি
সঙ্গগুণে মানুষ হইতে পারে ।।
অসতেরই সঙ্গ ছাড়, সৎ মানুষের সঙ্গ গুণে রঙ্গ দেখ
দিন দিন বারে ।
তোমার ফুটবো কমল কলি, হইয়ে যাবে অলি
তবে সেই মানুষে রূপসাগরে সাঁতার খেলতে পারে ।।
(হায়রে) মানুষেরই গর্ভে মানুষ, মানুষেরই কুলে মানুষ
আমি যার সেও মানুষ সুরেশ্বরে ।
আসামী ফইরাদী মানুষ, হাকিম ইজলাসে মানুষ
সকাশে প্রকাশে মানুষ, মানুষ জেলের ভিতরে ।।
মানুষ মানুষ সবই মানুষ, কিবা হুশ, কিবা বেহুশ
চেনো মানুষ ইহার ভিতরে ।
কাফ এর কিবা অর্থ, লাম এর কিবা শর্ত
শীনে কিবা করতো, করোনা তাহারে ।।