মুর্শীদ আমারে করো পার ।।
আমি অধম, ডাকি হরদম, তুমি বিনে নাই কাণ্ডার ।।
আমি অতি মূর্খমতি, না জানি ভজন রীতি
তোমার নামে দিয়াছি সাঁতার
তোমার নামে ডুইবা মরি, কলঙ্ক হবে তোমার ।।
ইব্রাহিম পয়গাম্বরে নমরুদে আতসে ঢালে
তাতে তুমি করিলায় গুলজার ।।
তোমার নিজগুণে তরাও মোরে, আমি বড় গুনাগার ।।
দেখ বাদশা সেকান্দারে, আপন পুত্র জলে ঢালে
শিলা এক বান্ধিয়া কোমরে ।
তুমি হয়ে সখা, দিলায় দেখা, কোনো সংকট নাই তার ।।
কালাশা গুনাগারে, ডাকি তোমায় বারে বারে
তুমি বিনে কে আছে আমার ।
তোমার যাহা ইচ্ছা লয় তাই করো
তোমার চরণ করছি সার ।।