কালা শাহ রচিত গান নং ৫৮

আচ্ছালামু আলাইকুম, করলে মিয়া ভাই (চিতাঙ্গ)
তুমি কেবা, আমি কেবা, পরিচয়টি দেওয়া চাই ।।
তোমার জনম কেবা দিলো, সেই ছুরত কোথায় ছিলো
কোন কওমেতে জন্ম হইলো, কোন কওমে তর মন কানাই ।।
কোন কওমে তোমার মাতা-পিতা,
কোন কওমে তোমার জন্মদাতা,
তুমি আগে ছিলায় কোথা, কোথায় তোমার পাক সাঁই ।।
মুসলমানী কয় নিশানী, কও দেখি ভাই, আমি শুনি
কয়টি ফরজ, কয়টি ওয়াজিব, কয়টি ছুন্নত বলা চাই ।।
শরীয়ত তরিকত হকীকত মারেফত,
চার মঞ্জিলে এবাদত না করিলে কি নবী ভাই ।।
আরবী ফারসী হিন্দুস্তান, পড়িয়া আইলায় বেদ কোরাণ
বুঝিয়া দেখ তিন জবান, খোদা পাওয়া হইলোনা ভাই ।।
কালির অক্ষর শিক্ষা করি, লোকের কাছে বিষয় ভারী
কোন ভেদে গড়ছে তরী, সেই ভেদের খবর নাই ।।
সাত মরদ, চার নারীতে, সত্যতা রাখিয়া তাতে
ছহবত হইলো কি রূপেতে, হামিল হইলো ভাই ।।
কয় ছেলে তার জন্ম হইলো, কয়জন মায়ের গর্ভে রইলো
নিত্যই নতুন জন্ম মরণ পয়ত্রিশ জনে বলে ভাই ।।
আছলামু আলাইকুম, তিন কুমে হয় এক দম
দমের ভেদ জানিতে গেলে, করতে হয় নফসের লড়াই ।।
কাফ লাম শিন মিয়া, তিন হরফের জবর দিয়া
মানে মতন বোঝো গিয়া, এই কথার অর্থ চাই ।।