কালা শাহ রচিত গান নং ১০৩

আরে মন তুমি বোঝো তোমার মত কেহ নাই
শ্মশানঘাটে নিয়া তরে পুইড়ে করবো ভস্ম ছাই ।।
আসবে যখন গেরেপ্তারি, খাটবেনা তোর জোর জবরি
ভাই-বন্ধু কান্ধে করি নদীর কূলে করবো ঠাই ।।
দুনিয়ার বাবুগিরি থাকবে শ্মশানে পড়ি
ছাইড়ে যাবে রাজ কাছারি, ফাঁকিঝুকি সব ভাই ।।
মিছা ভবে ধান্দাবাজি, কেন করো মনেরে পাজি ।
সঙ্গে তোমার নাহি আজি, স্ত্রী-পুত্র সঙ্গী ভাই ।।
শোন বলি মন পাজির পাজি, কেন করো ধান্দাবাজি ।
সৎকাজে কেন হওনা রাজী, মিছা দেখো দুনিয়াই ।।
কালাশা তর বাবুগিরি, করলে কত জন্ম ভরি
গুরুর প্রেমে মইজে থাকো, সেই চরণ বিনে গতি নাই ।।