কালা শাহ রচিত গান নং ২৪৬

হৃদবাগানে বন্ধুরই আসন
ধরবে যদি সেই বন্ধুরে, মন মনুরা কর সাধন ।।
বন্ধে বাজায় মোহন বাঁশি, বাঁশির সুরে মন উদাসী গো ।
এগো, আমি দাসী, কুলবিনাশী
পাই না বন্ধের দরশন ।।
হৃদবাগানে ফুল ফুটিলো, মধুর লোভে ভ্রমর আইলো গো ।
এগো, খায়না মধু প্রাণ বন্ধু, বলো কি করি এখন ।।
হৃদবাগানে গিয়াছিলাম
ঝিলমিল ঝিলমিল কি দেখতে পাইলাম গো ।
এগো, দেখছি ওনে লাগছে মনে
কাইড়া নিলো বন্ধে দুই নয়ন ।।
জাতি যুথী বেলীফুল, সুগন্ধী গোলাপ ফুল গো ।
এগো, বন্ধুর শোকে শুকাইলো, কালাশার সাধের জীবন ।।