এশকে তেরি, হইয়াছি ভিখারী ।
দান করো তোমার দিদার নূরী ।।
তোমারি চরণ করিতে ভজন, যাবতজীবন আশা আমারই
দেও চরণ তরী, ওহে শাহা নূরী
তুমি হে আমার দুকূল কাণ্ডারী ।।
তোমারই নূর আল্লা করিয়ে জুদা
মোহাম্মদ নবী করিয়াছেন পয়দা ।
সেই নবীর নূর দিয়া, মখলুকাত পয়দা কিয়া
রাখিয়াছো এই জগত রোশন করি ।।
ফুটিলো নূরের কলি, ছুটিলো বাহার
আলমে হইলো রাষ্ট্র, সৌরভ ইহার ।।
সেই নূরের অমৃত সহদ, পিলাও মোরে ইয়া মোহাম্মদ
দয়াল নবীজি তুমি, আশিকের তরী ।।
আমি বেচারা, তোমারই মরা
তোমারই প্রেমে হই আত্মহারা ।
আয় প্রাণ সখা, দেও মোরে দেখা
তুমি হে আমার প্রেম কাণ্ডারী ।।
এ ভবপাড়ি সাড়া ওঠা ভার
সংকট দেখায়ে কান্দি, আমি গুনাগার ।
তোমার শাফায়ত ভরসা, দিলে রাখি আশা
সরকাত, কয়বর, পুলছেরাতে নিবা উদ্ধার করি ।।
কালাশা তোমার উম্মত গুনাগার
তুমি বিহনে নাহি পানাদার ।
চরণ ধরি বিনয় করি
তুমি হে আমার দুকূল কাণ্ডারী ।।