কালায় মোরে কইরাছে ডাকাতি গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকি ?
আমার বিয়ার শমন আইবো,
আরশো কুরশো অইবো
এগো, ভাই বান্ধব সব করবা ডাকাডাকি গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকী ?
আমার বিয়ার ফুল ফুটিবো, পাঁচ কাপড়াদি সাজাইবো
এগো, আতর গোলাপ করবা মাখামাখি গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকী ?
বাঁশেরও পালকি বানাইবা, চাইরজনে চাইর কান্ধে লইবা
এগো সঙ্গে লইয়া চলিবা বৈরাতি গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকী ?
বালামখানা ঘরে নিবা
ও হায়রে, উত্তরে ছিরানা দিবা
এগো আমার আন্ধাইর ঘরে
কে জ্বালাইবা বাত্তি গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকী ?
অধমও কালাশায় কয়, হায়রে, এই বিয়া সকলের হয়
এগো, এই বিয়ার কেউ না থাকবায় বাকী গো সখি
আমার বিয়ার কয়দিন আছে বাকী ?