কালা শাহ রচিত গান নং ২১

লাইলাহা ইল্লা লাহু বল দিন গেলো । (চিতাঙ্গ)
লাইলাহা ইল্লাহু মোহাম্মাদ রাসুলুল্লাহ নাম বিনে আর
কে লইবে কোল ।।
কোন কলে কলিমা ঘোরে, ভাবিয়া দেখ তুই নিগূঢ় ঘরে
নবী সাহেব বিরাজে কোন ফুলে ।
আটে আর দশে মিলে, আধার মোকামে খিল
আদম শহরে দেখতে হইলো ।।
মুর্শীদের বর্জক ধরে, চায়া দেখ তোর রূপের ঘরে
কত রঙ্গে হইছে ঘর আলো ।
মিমের উপর পেশ দিয়া
আলিফ লাম মীম যোগ করিয়া
দশ হরফের দশটি তালা খোলো ।।
হৃদ আকাশে উদয় শশী, পাইলামনা আর এর বেশী
আরশ কোরস কোথায় রহিলো ।
ইয়া হান্নানু, ইয়া মান্নানু, ইয়া দাইয়ানু
ইয়া বুরহান, সুবহান, সুলতান নামটি মূল ।।
নফি আর এছবাত, পাছ-আনপাছ মিলাইয়া সাথ
মোকামে মাহমুদা গিয়াছেন ।
সুলতান নছিরা পুরী, ৭২ হাজার নারী
হর তারেতে প্রেমানন্দে খেলা ।।
এক বিন্দু দিয়া পানি, করছে খেলা কাদির গনি
দশখাম্বা তার জোত গাঁথুনী হইলো ।
উপর তলায় গণ্ডগোল, ভেতর তলায় ফুটছে ফুল
দেখলে মন হইবে আকুল ।।
আদম তনে পাইনা খোদা, এক দম না হয় জুদা
বর্জক ধ্যানে গিয়া মিল ।
আদম আল্লার ভেদের কায়া যারে দিছে এশকো ছায়া
তার খোদা কেমনে জুদা হইলো ।।
বাপ আদম মা হাওয়া, লাহুতে ত্রিপুন্নে খেওয়া
নাম স্মরণে দমের খেওয়ায় চল ।
কাফ লাম ও শিন দিয়া, কলবে গেছে মিলাইয়া
তিন তরফে জবর দিয়া তোল ।।