কালা শাহ রচিত গান নং ১৬৩

আমি কই ছিলাম, কই আসিলাম, কই যাইমু গো
মরি ডরে, দিবানিশি ঘুমে নাহি ধরে ।।
আনিয়াছিলাম রতন ধন, দিয়াছিলো মহাজন ।
আমি সব হারাইলাম কামিনীর পাশে গো ।।
আইছো ভবে, যাইতে হবে
জোর করিয়া না থাকতে পারবে ।
আমি একেলা কবরে রহিমু কেমনে গো ।।
বিষমও সংকট দিনে, কে তরাবে মুর্শীদ বিনে
দয়াল মুর্শীদ বিনে দরদী নাই সংসারে গো ।।
কালাশা অধম কায়া, তুমি না করিলে দয়া
আমি আপন বলতে বলমু আর কাহারে গো ।।