কালা শাহ রচিত গান নং ৫৪

ভবে টাকায় কয় গো কথা ।
মোকদ্দমায় দেয় গো সাক্ষী
বাপ জন্মে দেখছেনা যেটা ।।
টাকা ভবে কলির রাজা, মিথ্যাবাদী তারই প্রজা
নালিশ কইরে উল্টা সাজা, সত্যে পায় গো ব্যাথা ।
ধনী মানি সকলই ভাই, টাকা টাকা কথা
টাকায় বানায় পাকা বাড়ি, পাকার জন্য খাই গো জুতা ।।
দেখরে ভাই জামানার হাল, যারও ঘরে আছেরে মাল
হয় যদি তার বৃদ্ধকাল, শাদী করে দশ বৎসরের মাইয়া ।
মাইয়া তো গছে না জামাই, বুড়া জামাই পাইয়া
টাকার লোভে দিলো শাদী, আচ্ছা আকল কন্যার দাতা ।।
দেখরে ভাই, এই সংসারে টাকা আছে যার ঘরে
মান্য তারে সবে করে, এই জামানার ধার ।
নাহি তাতে টাকা পয়সা, কালাশা গেলো মারা
খাইছি মারা, যাইমু ধরা, বান্ধিয়া নিবো প্রাণের তোতা ।।
যখন প্রাণি ছাড়িয়া যাবে, টাকায় তোমার কি কাজ দিবে
আইছো ভবে, যাইতে হবে, টাকায় কি যায় রাখা ।।
ধর্ম পথে চলোরে ভাই, কেন জপো টাকা
হরদমে মওলাজির নাম, সদাই রাখো হৃদয়ে গাঁথা ।।