কালা শাহ রচিত গান নং ২১৮

অভাবের কারণে, ভাব ওঠেনা মনে ।
চিন্তানলে মোর কাটে রাত্রদিন ।।
মনে করি পাশরিবো স্ত্রী পুত্র জন
অসার সংসারে আমার কেউ নাইরে আপন ।
আমার লাগলো মায়া ফাঁসি, করে কষাকষি
এমন যন্ত্রণা আমার, শান্তি নাই মনে ।।
মনে করি ঘরে বসি লই আল্লার নাম ।
স্ত্রী বলে, খোরাক নাই ঘরে, কইরাছো আরাম ।।
তুমি কি দেখোনা, আমার কি যন্ত্রণা
তোমার পুলা-পুরি মারা যায়, খোরাক বিনে ।।
অভাবে স্বভাব নষ্ট হইলো আমার
চুরি করি, মিছা কথা, এইসব কারবার ।
স্বভাবেরই দোষে, ঘুরি হুশ-বেহুশে ।
আল্লা নবীর নাম একবার জাগেনা মনে ।।
এই চিন্তায় মরি, নাম আল্লার পাশরি ।
কারে বা মারি, কারে বা ধরি
ডাকাতি করি, পাইলে গোপনে ।।
রাসুলুল্লার ছিলো বড়ই অভাব
আল্লা তালার নামযোগে ছিলো তান স্বভাব ।
তাওয়াক্কুল ভরসা, রাখিতেন হামেশা
আর কিছু ধন চাইলোনা, আল্লা বিনে ।।
একূল-সেকূল, আমি হারাইলাম দুইকূল
পেটের যন্ত্রণায় আমার সকলই বেভুল ।
চিনতায় যদি মূল, তরাইতো রাসুল
পুলছিরাত পার করিতো হাশরের দিনে ।।
ওফাতের কালে নবীর ঘরে না ছিলো বাত্তি
ছরোয়ারে আলম তিনি জগতের পতি ।
কালাশা দেখনা, তান কি যন্ত্রণা
কত মনে কত করো, কত দুষমনে ।।