কালা শাহ রচিত গান নং ১৯৪

বন্ধে কী প্রেম শিখাইলো গো
চমকিয়া চমকিয়া ওঠে মোর পরাণে ।
এগো, কি করিলে বন্ধু পাবো, দেখিতাম দুই নয়নে ।।
বন্ধু আমার হৃদয়েরই ধন,
বন্ধু বিনে অভাগিনীর বাঁচেনা জীবন ।
এগো, বাইরম বাইরম করে চিত্তে
পাইবো বন্ধু কোনখানে ।।
দিবানিশি ঝুরে দুই নয়ন
বন্ধু বিনে প্রাণ বাঁচেনা, ত্যাজিবো জীবন ।
এগো, ঝাপ দিবো অনলেতে প্রাণ বন্ধুয়ার কারণে ।।
এ জীবনের সাধ নাই গো আমার
বন্ধু শোকি কলঙ্কিনী জগত মাঝার ।
এগো, নিদয়া নিষ্ঠুর বন্ধু, দয়া বুঝি নাই মনে ।।
ভেবে অধম কালাশায় বলে
বন্ধু আমার প্রাণসখা, পাবো কই গেলে ।
এগো, পাইতাম যদি প্রাণবন্ধুরে,
কইতাম দুঃখ গোপনে ।।