বন্ধু আমি হইলাম কীসে দুষী, তোমার এক্তিয়ার
তুমি মুক্তার রে বন্ধু, তোমার খুশে খুশী রে ।।
চালাও যদি চলি আমি রে বন্ধু, বলাও যদি বলি
কান্দাও যদি কান্দি আমি রে বন্ধু, হাসাইলে হাসি রে ।।
রঙ্গরসে পরবাসে রে বন্ধু
তোমার সঙ্গে আসি (হায়রে)
কুল কলঙ্ক নফস বাজারে বন্ধু,
গলায় দে মোর ফাঁসি রে ।।
আমার মধ্যে তোমার আসন রে বন্ধু, তুমি মক্কা কাশী ।
যার প্রতি করো দয়ারে বন্ধু, পায় সে ঘরে বসি রে ।।
জগতের পতি রে বন্ধু, অগতির গতি ।
ওরে, কালাশারে নিজগুণে রে বন্ধু
বানাও তোমার দাসী রে ।।