গুরু গো, দয়াল গুরু, পার করো আমারে ।।
মাইয়া নদী বিষম পাড়ি, কেবা পার করে ।
ভজন-ভক্তি নাহি শক্তি, আমি ডাক দিমু কীসে গো ।।
ভাঙা তরী, তুফান ভারী, বন্ধে বন্ধে জোড়া ।
যৌবন ঢেউয়ে, কাম কুম্ভীরে, আমায় ভাঙিয়া করে গুড়া গো ।।
ত্রিপুনিয়ার ঘাটে গেলাম, পার হইবার আশে ।
ভাঙা নায়ে লয়না জোড়া, আমি পার হইমু কীসে গো ।।
দেখিয়া নদীর তোড়-তরঙ্গ, ডরে কাপে প্রাণি ।
কালাশাও মারা গেলো, খাইয়া নদীর পানি গো ।।