কালা শাহ রচিত গান নং ২১৩

ধর ধর সন্ধান করি, ঘাট বান্ধা কল শেখো ভাই ।
ঘাট বান্ধা কল না শিখিলে পরকালের উপায় নাই ।।
ঘাটের মালিক আলেক সাঁই, হাদীসও কোরাণে পাই ।
দ্বীনের নবী নূরের ছবি, ঐ ঘাটেতে খেলছে লাই ।।
যত কিছু শক্তিবল, ঐ ঘাটে হয় রসারতল ।
হায়াত-মউত রিজিক-দৌলত, ঐ ঘাটে হারাইলে ভাই ।।
রাখতে পারলে রত্নমূল, ঐ ঘাটেতে পাবে কূল ।
হইয়া যাবে পরশমণি, প্রেমানন্দের সীমা নাই ।।
ধরগিয়া মুর্শীদের হাতে, ঘাটবান্ধা কল শিখবে তাতে ।
অনায়াসে পার হইবে, দোজাহানে ঠেকা নাই ।।
নবরঙ্গে করে খেলা, সাতদিন থাকে ঘাটের মেলা ।
ঐ দিবসে মারা গেলে, শহীদি দরজার শোভা পাই ।।
আট বাক বারো বুরুজ, তাতে ঘোরে চাঁন্দ আর সুরুজ ।
চান্দের লীলা বন্ধের খেলা, কালাশায় কয় দেখরে ভাই ।।