কালা শাহ রচিত গান নং ১৪৫

কি যাদু করিলো বন্ধু মোরে গো সখী
ছটফট ছটফট করে মোর অন্তরে গো সখী ।।
না জানি কোন জাদু করি
ও সই, ছাড়াইলো ঘর বাড়ি গো
ও আমি একাকীনি রইতে নারি ঘরে গো সখী ।।
আহার নিদ্রা ত্যাজ্য করি
ও সই, দিবানিশি ঝুইরা মরি গো
আমি কইতে নারি, সইতে নারি গো সখী ।।
কালাশার প্রেমজ্বালা
ও সই, জ্বলে অঙ্গ হইলো কালা
এগো ঘুমাইলে ঘুমে নাহি ধরে গো সখী ।।