কালা শাহ রচিত গান নং ৩১

তুমি আল্লা কাদির গনি, তোমা বিনে কেউ না জানি
করেন মোরে মেহেরবানী, তুমি রব গনি ।।
রোজ হাশর তামামি বশর
পানি পিয়াসে সব হইবেন কাতর ।
সেই দিনে নবী, উম্মতে সবই
পিলাইবেন আবে কাওসারের পানি ।।
হাশরের ময়দান ধুপে পেরেশান, জ্বলিয়া হইবে আঙ্গার
জ্বলিয়া কাবাবও হবে, নফসি নফসি সবে কবে
কেউ কারো দিগ নাহি চাবে হইয়া পেরেশানি ।।
দেখিয়া উম্মতের হাল, সেইদিন নবী পাক জামাল
দরগা বাড়িতে নবী করিবেন সওয়াল
করিম রহিম সাঁই, তুমি বিনে লক্ষ্য নাই
উম্মতেরই পানা চাই তরাও আপনি ।।
সেদিন আল্লা কারসাজ, পাক বারি বে-নিয়াজ
নবীজির ফরিয়াদে রাজ হইবেন তখনই
আয় পেয়ারে নবী, উম্মতও সবই
বেহেশতে লইয়া যাও উম্মতও চিনি ।।
নসীবও সাবুত যার, উম্মত হবে মোস্তফার
পুলছেরাত পার হইবে জানি ।
ত্রিশ হাজার বছরের পাড়ি, নিমেষে যাবে সারি
মনপ্রাণে সদা গাও নবীজির ধ্বনি ।।
কাফ লাম শিন অক্ষরে, প্রকাশ হইলো তার ভিতরে
নবী বিনে সেই নিদানের নাই কাণ্ডারী ।
হও যদি ভাই মোসলমান, জানমালও করো দান
নবীজির চরণতলে হও কোরবানী ।।