দেখ মন তর কলবের ভিতর ।
কি সন্ধানে খেলা করে, কেউ নাইরে দোসর ।।
নিত্যই নিঃশ্বাসে খেলে, হাওয়ায় কইরা ভর ।
তেল নাই সলিতা নাই, বাত্তি জ্বলে দিবান্তর ।।
দশ দরজায় দিয়া তালা, লুকাইয়াছে ভ্রমর ।
কি সন্ধানে করে খেলা ত্রিপনির লহর ।।
লাহুত মলকুত নাছুত জবরুত সাজাইয়া শহর ।
আরশ কুরস লওহ কলম তাহাতে পসর ।।
চিনলায় নারে অজ্ঞান মনরে চিনলায়না দোসর ।
মরিয়া গেলে একেলা যাইবে কয়বরের ভিতর ।।
রব রতন মণি সাজাইয়াছে বাসর ।
কালাশায় কয় মুর্শীদ বিনে না বুঝবে মক্কর ।।