কালা শাহ রচিত গান নং ১৩২

মন তোরে দুষিনি আমি, দুষি আমার আক্কলেরে ।
কি দোষ দিমু তোরে রে মন ।।
আক্কল বুদ্ধি হুশ ফাহাম,
এই চারিজনের হাতে লাগাম ।।
মনুরারে দৌড়ায় মোদাম, সেইদিকে মন দৌড়ে ।
চুরি করা, মিছা কওয়া, ঐ আক্কলের জোরে
আক্কলে করে কাম, খালি দোষাও শয়তানেরে ।।
শুনছো নি ভাই কলের গান, সকলই আক্কলের শান
এরোপ্লেন চলছে তুফানে দেখো, রেলগাড়ী শূণ্য পরে
ইস্টীমার ভাই চলছে কত জোরে
আমি যেই দিকে চাই, সেই দিকে পাই
সকলই আক্কলে করে ।।
কি বলবো আক্কলের গুণ, তরকারীতে না দিলে নূন
তেল ঢালিলে একশো মন, কে খাইতে পারে ।।
ধর্ম-কর্ম আচার-বিচার ঐ আক্কলে করে ।
পাইলামনা ভাই খালেছ আক্কেল
ঘুইরা ফিরি এই সংসারে ।।
এই সংসারে দেখতে পাই, আক্কেল ছাড়া কার্য নাই
আক্কলে সকল করে, ঐ আক্কলে মারে
জাতি আক্কল তালাশ কর পীর মুর্শীদের ঘরে ।
খাছ নূরে পয়দা করেছেন আল্লাহু পাক পরোয়ারে ।।
কাফ লাফ শীন অক্ষরে জবর দিয়া চেনো তারে
নামের পাখি হাওয়ায় ওড়ে, কেমনে ধরমু তারে ।।
ধরতে গেলে দেয়না ধরা, কেমনে ধরি তারে ।
কাম কামিনী মদন বানে, বাইন্দা মারে কাম সাগরে ।।