বন্ধে কি জানি কি করিলো গো
ছটফট ছটফট করে মোর অন্তরে ।
আমি কইতে নারি, সইতে নারি
রইতে না দেয় ঘরে গো ।।
কি শেল মারিলো কালা চাঁন
দিবানিশি কান্দি বসি, উড়িয়া যায় পরান ।
এগো, ধরতে গেলে দেয়না ধরা
লুকাইলো কার বাসরে ।।
শিখাইয়া বুঝাইয়া শ্যামরায়
প্রেম অগ্নি দিয়া মোরে, লুকাইলো কোথায় ।
এগো, বিনা গাছে ফাঁসি দিয়া লটকাইলো আমারে ।।
অভাগিনীর এত দূর্গতি
প্রাণবন্ধু মোর ঘরে নাই, কি হইবো গতি ।
এগো, মুখ দেখাইনা লোকের কাছে
কলঙ্কিনী সংসারে ।।
তোমার প্রেমের বুঝিনা রীতি
মনপ্রাণ কেড়ে নিয়া ছাড়াও বসতি ।
এগো, ইষ্টিকুটুম-ভাই-বেরাদর
যাইতে না দেয় কেউর ধারে ।।
যা ইচ্ছা লয় তাই করো মোরে
ধরছি চরণ, জন্ম-মরণ, ছাড়মুনা তোমারে ।
এগো, কালাশায় কয় প্রাণ বিদরে, না দেখিলে তোমারে ।।