মুর্শীদ রূপ যার লাগে নয়নে
সে কি আর ভুলিতে পারে, নয়ন থাকে ধিয়ানে ।
মুর্শীদ রূপ হৃদয়ে গাঁথা, চেনেনা সে মাতা পিতা গো ।
এগো, ক্ষণে হাসে, ক্ষণে কান্দে, ঘোরে সে বনে বনে ।।
জরু লাড়কা জমিদারী, ছাড়িয়া দিয়া রাজকাছারি গো ।
এগো সন্দুক ভরা টাকাকড়ি, কি করবো ধনেজনে ।।
ঘুরে সদাই পাগলপারা, লোকে বলে মতিহারা গো ।
(এগো) আসলে মাসুক ধরা, মন্দ কয় অন্ধজনে ।।
মুর্শীদচান্দের মুখের হাসি, যেমন উদয় হইলো রবিশশী গো ।
(এগো) সেই প্রেমের প্রেম পিপাসী, ক্ষুধা তৃষ্ণা নাই মনে ।।
কালাশায় কয় মনপ্রাণে, মজিয়া থাক মুর্শীদ ধ্যানে গো ।
আর কি ধন আছে সেই ধন বিনে, জাহিরে আর বাতেনে ।।