আমার মন হইলোনা তার মনের মতন, করিয়া যতন
কালাশাও ঘুইরা বেড়ায় পাগলের মতন ।।
শিখাইলে প্রেম খেলা, লুকাইলে কই ওরে কালা ।
তর প্রেমে জ্বইলে মরি, হইয়ে উচাটন ।।
বুঝাইলাম অবিরত, মন হইলোনা তার মনের মত ।
তার ভাবে সে সদায় ঘুরে, মানে না ভজন ।।
কী করি কোথায় যাবো, মনের দুঃখ আর কার ঠাই কবো
মন পাগেলা সদাই বান্ধি, না লয় বন্ধন ।।
মনে করে বাবুগিরি, ক্ষণে বাদশা, হয় ভিখারী ।
হাওয়ার আগে ঘোড়া দৌড়ায় ঐ রাজ্য ভুবন ।।
কালাশাও দেশান্তরী, মনের দুঃখে হই ভিখারী ।
মন আমার আপনা নয়রে, কি করি সাধন ।।