কুদরতের সাগর, বান্ধিয়াছে কলের ঘর
দিবানিশি করে খেলা, হাওয়ায় কইরে ভর ।।
কলব রূহ ছির খফি, আকফা নফস ছয়টি রবি
লাহুত মুলকুত নাছুত জবরুত, সাজাইয়া বাসর ।।
আক্কল বুদ্ধি হুশ ফাহাম, ঐ চাইরজনে করে কাম
কুদরতে আছে সাঁই কলবের ভিতর ।।
কলিজায় রহমতের অলি, ফেফসাতে গোস্বার থলি
গুরুদাতে আক্কল আলী বড় কারিগর ।।
লাহুতে হুশ মালী, জবরুতে ফাহাম ঢালি
নাছুতে বাজে তালি, মুলকুতে সদর ।।
সাত সমুদ্র তেরো নদী, ঢেউ চলে তার নিরবধি
গঙ্গা যমুনা দুইটি বড় ভয়ঙ্কর ।।
এইসব নদী পাড়ি দিয়া, কন্দিল ভিতরে গিয়া
দেখবে কালা বসিয়াছে, আজব মনোহর
কাফ লাম শীনে, মুর্শীদ ধিয়ানে
পাঞ্জাতন বিনে না মিলবে পশর ।।
চৌষট্টি বছরের পাড়ি, পলকে ঝলক মারি
সাত সমুদ্র তেরো নদী পার হবে সত্বর ।।
বানাইলো আদম শহর, ধরতে পাইনা কারিগর
নিত্যই নতুন করে খেলা, ত্রিপুনির লাহর ।।
থাকে সেই ব্রহ্মপুরে, ধরতে পারো ভক্তির ডোরে
কালাশায় কয় যে পাইয়াছে মুর্শীদের মোহর ।।