কালা শাহ রচিত গান নং ২২৬

ছল্লিআলা পড়ো রাত্রদিন ।
আল্লাহুম্মা ছল্লিআলা হরদমে পড়ো মোমীন ।।
ছকরাত কবর পুলছেরাতে, কেমনে পার হইমু তাতে গো
নবী বিনে সেই নিদানে, কে তোমার হইবে জামিন ।।
আল্লা যেদিন কাজী হবে, হিসাব-কিতাব লবে গো
নেকী বদি ওজন হবে, নবীজি হইবে আমীন ।।
এমন নবীর উপরে, যে নাহি দরুদ পড়ে গো
লানত পড়ে তার উপরে, বুঝবেরে হিসাবের দিন ।।
হাশর ময়দান যাবে, জ্বলিয়া কাবাব হবে গো
নফছি নফছি সবে কবে, কেমনে পাবে নবীর চিন ।।
কাফ লাম শীনের তালা, জবর দিলে মিলবো কালা গো
হামেশা দরুদ ভেজো, হইবে রে আউয়াল মোমীন ।।