কালা শাহ রচিত গান নং ২০০

দেখবে যদি মন মনুয়ায় ।
এগো বর্জকধ্যানে মনপ্রাণে পড়ো জিকির সর্বদায় ।।
কলব রূহ ছির কুপি, আকফা নফস ছয়টি রবি গো ।
এগো, হৃদ আকাশে উদয় শশী
আলয় করছে সেই জাগায় ।।
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছেন পাক বারি গো ।
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
বলছেন আল্লা খোদ খোদায় ।।
ধ্যানে দিদার ধুন্দে ফকীর,
কলবে আল্লাহু জিকির গো ।
করো জিকির, মিলবো ফিকির, ধ্যান রাখো কদমতলায় ।।
কদম্ব ডালেতে বসি, বাজায় বাঁশি দিবানিশি গো ।
এগো, বাঁশির সুরে মন উদাসী, গৃহে থাকা হলো দায় ।।
অধম কালাশায় বলে, মুর্শীদেরই চরণতলে গো ।
এগো, কেবল ভরসা মনে, মুর্শীদে নি তরাইবায় ।।