ভবে দেখরে আজব লীলা,
শরীরের জোরে কথায় মাতে, তারে কয় শয়তানের চেলা
দেখরে আজব লীলা ।।
দেখরে ভাই গায়ের জোরে, গপ-গুজারি কতই করে
যম তাড়েনা আসলে পরে সব যাবে তর দূরে ।
আসবে শমন বাঁধবে যখন, কি করবে তর জোরে,
হ্যাচকা টানে প্রাণ নিবো, কব্বরে তর জোরের ঠেলা ।।
দেখরে ভাই ভবার্ণবে, মুন্সী মৌলবী সবে
ওয়াজ নসিহত যতই করেন, ইলমি পোড়া তার গৌরবে ।
ইলমি ছাড়া গেলো মারা, শয়তানি খিয়ালে লক্ষীছাড়া
কপালপোড়া বুঝবে মজা, গোরের জ্বালা ।।
এই জামানার ফকীরালি, খালি দেখি তালিবালি
বেটা বেটিয়ে গান করে গাঞ্জা জেনার নেশায় ।
গাঞ্জাতে মারিয়া দম, বেটি হইলো তার দিশা
বেটি ছাড়া আর কিছু না, দেখিতে সাধু, গলায় মালা ।।
এই জামানার সুন্দরী নারী, স্বামীর খেদমত করে বাড়ি
কথায় কথায় বিবাদ করি যায় গা বাপের বাড়ি ।
বাপের বাড়ি গপ-গুজারি করে উলামেলা
দাতে লাগায় মিছরি মানজন, লাঠিয়া গুণ্ডার গলার মালা ।।
নাকিছ কালাশায় বলে, শোনো ভাই মানুষের দলে
জেনা কেনা হিংসা ছাড়ো, ফল পাবে আখেরে ।
আল্লা রাসুল ইয়াদ করো ভাই, শয়তান যাবে দূরে
মুর্শীদ বর্জক ধিয়ান রাখো, ঘুচে যাবে মনের জ্বালা ।।