কালা শাহ রচিত গান নং ১৬২

তুমি একজন মহামুনি, আমি তোমায় চিনি না
তোমারে চিনিতে গেলে আমি আমার আমি না ।।
তুমি ধর্ম তুমি কর্ম, তুমি আমার মহামর্ম
তুমি জল তুমি স্থল, তুমি খোদা চালনা ।।
তুমি সন্ধ্যা তুমি পূজা, তুমি নামাজ তুমি রোজা
তুমি আকাশ তুমি পৃথিবী, আমি অন্ধ দেখিনা ।।
তুমি তন্ত্র তুমি মন্ত্র, তুমি যন্ত্রী তুমি যন্ত্র ।
তুমি দীক্ষা তুমি শিক্ষা, তুমি আমার চালনা ।।
কাফ লাম শীনের তালা, জবর দিলে মেলে কালা
তোমার খেলা তোমার লীলা, আমি বুঝতে পারি না ।।