প্রথমে আল্লাজির নাম, ভেজিয়া দুরুদ সালাম
বিসমিল্লা বলিয়া মুখে জবান খুলিলাম গো ।।
আউয়ালে আহাদ ছিলো, দুওমে আহাম্মদ হলো ।
ছিয়মে মোহাম্মদ নবী, মদীনায় মোকাম ।।
মোমীন ও মোসলমান যত, পড়ো দরুদ অবিরত ।
দরুদ পড়িলে গোনা বকশিবা তামাম ।।
আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী ।
নবীজির উপরে ভেজো দরুদ ও সালাম ।।
ফাতেমা জহুরা বিবি, বাপ যার নূরনবী ।
বেহেস্তের গোলজার বাতি, দুই ভাই ইমাম ।।
আবু বকর হযরত আলী, ওমর ও ওসমান গনি ।
কাফির করিলো ধ্বংস, জারি হইলো ইসলাম ।।
হাশরেতে নবী সবে, নফসি নফসি ফুকারিবে ।
কেবল ও মোহাম্মদ নবী, শাফায়তি কাম ।।
করিমও রহিম সাঁই, তুমি বিনে লক্ষ্য নাই ।
উম্মতেরই পানা চাই তোমারই গোলাম ।।
দ্বীনহীন কালাশায় বলে, জানশরীফ শার চরণতলে ।
দয়া করো মুর্শীদ আমায় জানিয়া গোলাম ।।