কালা শাহ রচিত গান নং ২৩৩

কালরূপ তোর ভুলিতে না পারি, দুঃখে মরি ।
দেখছি অনে, ছটফট ছটফট করে জানে
বল এখন উপায় কিবা করি ।।
শিখাইয়া প্রেমখেলা, লুকাইলে কই ওরে কালা
তোমার জ্বালা সহিতে না পারি ।
দেখি তোমার লীলাখেলা, আমার বাড়ে দ্বিগুণ জ্বালা
ধরতে গেলে থাকো সরি সরি ।।
আহারে নিদয়া বন্ধু, দয়া নাই তোর একবিন্দু
দয়াল নাম তোর কেমনে পাশরি
দয়াময় নামটি ধরো, ঘৃণা আমায় কেনে করো
স্বামী থাকতে কে কয় কারে রাড়ি ।।
জ্যৈষ্ঠ গেলো আষাঢ় আইলো, স্বামীর সেবা না হইলো
শ্রাবণ মাসে দেওয়ানী হইলো ভারী ।
ভাদ্র গেলো আসার আশে, আশ্বিন মাসে রইলায় বিদেশে
কার্ত্তিক মাসে শুকনায় গড়াগড়ি ।।
আশা ভরসা দিয়া মোরে, বন্ধু রইলা কার বাসরে
বন্ধুর জ্বালা সহিতে না পারি ।
কালাশায় কয় প্রাণসখা, যদি তোমার না পাই দেখা
না পাইলে গলে খাবো ছুরি ।।