কালা শাহ রচিত গান নং ১৫৬

দেখরে ভাই আপনার তন,
নিজ ছুরতে করছে পয়দা আপে নিরঞ্জন ।
দেখ (আদমে) আদমেরই তন ।।
আপনি বানাইয়া ঘর, আপনি হইলো বন্দ (আরে)
উপর তলায় নাট মন্দিরে রাজ্য সিংহাসন ।।
এই তন বিছরাইয়া করো বন্ধুর দর্শন
আরে নিত্যই নতুন খেলা করে বান্ধিয়া পবন ।।
দেখ, আকার বিকার নাই তার আজব গঠন ।
(আরে) চতুর্পাশে বসিয়াছে সব সিদ্ধাগণ
রাজা নতুন, প্রজা নতুন, নতুন আলাপন ।।
(আরে) নতুন দেশের নতুন বুলি, নতুন মিলন
অধম কালাশায় বলে মুর্শীদ সুজন (আরে)
কৃপাগুণে অধমেরে দেও দর্শন
দেও আদমেরই তন ।।