ইলমি ছাড়া ফকীর হয়না, কোন কিতাবে পাইলে ভাই ।
পয়গাম্বর যত হইলো, মাদ্রাসা পাশ করে নাই ।।
পয়গাম্বর যত সবই, হুজুরী ইলমি পাইলো সবই
মহরে নবুয়ত দিলো, আপে আল্লা পাক সাঁই ।।
নবী সাহেব উম্মি ছিলো, ইলমে বেলায়েত পাইলো
কূল-কালিমা, রোজা-নামাজ, জাহের-বাতেন বাকী নাই ।।
সে যাহা দিয়াছে যারে, সেইটা কি কেউ নিতে পারে
ইলমি কি হইবে, শয়তানের কি ইলমি নাই ।।
সাত বৎসরের শিশু ছিলো, খিজির পীরে মারি লাইলো
(ওরে) মুসা নবী টের না পাইলো, পয়গাম্বর আছিলো ভাই ।।
নিজাম উদ্দিন ডাকাত ছিলো, একশো একখান খুন করিলো
(ওরে) এক খুন করিয়া দিদার পাইলো,
এমন কামেল কয়জন ভাই ।।
আমি অতি মূর্খমতি, কি হবে আখেরের গতি
(ওরে) রহিম রহমান গো আল্লা, কালাশায় পানা চাই ।।
মঞ্জুর করিবেন যিনি, হুজুরে হাজির তিনি
(ওরে) কোন জায়গাতে পরশমণি, জিজ্ঞাসা মুর্শীদের ঠাই ।।