কালা শাহ রচিত গান নং ৯২

কালাশার সাধের যৌবন কাম নদীতে ভাইসে যায় ।
যৌবন কি ধন, চিনলেনা মন, পাছে করবে হায়রে হায় ।।
মাইয়ার রসে মগ্ন হইয়া, যৌবন তোমার গেলো ফুরাইয়া ।
আপনা ধন পরকে দিয়া হিসাব তাই দেনা হবে দায় ।।
কাম রসেতে হইয়ারে মত্ত, লইলি না তুই গুরুর তত্ত্ব ।
যে হইয়াছে গুরুর মত্ত, প্রেম সাগরে লাই খেলায় ।।
কালাশা তর দিন ফুরাইলো, সাক্ষাতে শমন ঘিরিলো ।
মাইয়ার নেশা ছাড় বেদিশা, কোনদিন যমে লইয়া যায় ।।