কালা শাহ রচিত গান নং ১১২

কোনজন তোমার আদম শহরে ।
বাঁশি বাজায় কোন সুরে, চিনো নি মন তারে রে ও মন ।।
আল্লাহু পাক পরোয়ারে, রাখিয়া পুশিদার ঘরে
এক নূর পয়দা করলেন, কন্দিল ভিতরে ।।
সেই কন্দিল, আদমের দিল, উড়ে হাওয়া ভরে
চৌদ্দভুবন পাহাড় নদী, নিমেষেতে ঘুইরা ফেরে ।।
অজু গোসল পোশাক পরি, কেবলা রোখে মুখ করি
জামাতে মুছুল্লি ভারি ।।
আল্লাহু আকবার পড়ে নামাজেতে হইলাম খাড়া
নামাজ পড়িবারে কোন পাগলে দৌড়ায় ঘোড়া
যাইতে দেয়না কাবার ঘরে ।।
হযরত আলীর নামাজ পড়া, থাকতো কি জিতে মরা
তীর খসাইলো কয়জন তারা নামাজও ভিতরে ।।
কোন ছুরতে পড়তো নামাজ, কোন কাবার ধিয়ানে
নামাজ পড়া জিতে মরা, ধইরা ছিলা ও ধরারে ।।
মূলতত্ত্ব দেলকাবার ঘরে, আল্লা নবী বিরাজ করে
মুর্শীদ বর্জক ধইরে চেনো দেলকাবারে ।।
আলিফ লাম মীম আহাদ নূরী
গুরুক ধান্দা তিন তারে
তারের চাবি লাগলো কাপি, দিলো চাবি আদম শহরে ।।
আলিফ লাম মীম হে দাল নগরে
লাগছেরে গুল দিল্লীর শহরে
মুর্শীদ বিনে গুরুক ধান্দা কে মিটাইতে পারে ।।
কাপ লাম শীনের তালা, জবর দিলে খোলা ধরবে
যদি অধর ধরা, আগে ধর মুর্শীদেরে ।।