গুরু ধর, মন ঠিক কর,
কুপথে আর যাইয়ো না ।
ভবের বাড়ি দিন দুই চারি, চিরকাল তো রবে না ।।
বিষমও সঙ্কট দিনে, কে তরাবে গুরু বিনে ।
গুরু কি ধন ভবার্ণবে, জীবন থাকতে চিনলায় না ।।
গুরুর কাছে কাঞ্চা সোনা, কিনলে বেপার হবে দুনা ।
স্বর্ণযোগে কেনো সোনা, টাকা-পয়সায় বিকায় না ।।
গুরুতত্ত্ব অমূল্য ধন, চিনতে পারে ভবে কয়জন ।
চিনছে যারা সাধু মহাজন, তারার ব্যাপার হয় দুনা ।।
কালাশার কথা রাখো, গুরুর প্রেমে মজিয়া থাকো ।
সেই চরণের ধূলা বিনে, উপায় কিছু দেখি না ।।