আয়না দমের বংশী বাইতে যাই ভাই প্রেমের সাগরে ।।
যে খাইছে প্রেমের ফল, হারাইছে বুদ্ধি বল
কল কৌশল নাহি মিলে ।
কি করিবো, কোথায় যাবো, কলকৌশল কোথা পাবো
কে আনিয়া দিবো গো মোরে ।।
কাম নদীর ঘাটে বাদি, তিন রতি ছয় জাতি
চরে নয়টি খালে
একে দুই, দুয়ে তিন, তিনেতে এক করো চিন
না চিনলে কি বংশী বাইতে পারে ।।
সেই সে প্রেমের নদী, বংশী বাইতে চাও যদি
মুর্শীদ ভজো মনপ্রাণে ।
মুর্শীদেরে দিলে প্রাণ, মিলিবো আকাশের চান
আন্ধারে কি ঘরে রইতে পারে ।।
রাগের ছিপে তারের সুতে, সহজ প্রেমের আধার গেথে
যদি রসের রসের মীনে গিলে
গিলিলে প্রেমের বড়ি, ভবনদী যাবে তরি
মায়াজালে কি করিতে পারে ।।
যে জানে প্রেমের খেলা, জন্মে চায়না ভবের খেলা
আধার নাই সে গিলে ।
পাতিয়া পিরীতের ফান, বন্দী করো কালাচান
যমে দেখলে ভক্তি করবে তোরে ।।
কালাশার বংশী বাইয়া, পার হইতে পারিনা খেওয়া,
কেমনে যাই সেই পারে ।
যে সাধু হইয়াছে পার, ভাঙ্গিয়া খায় কুম্ভীরের ঘাড়
কাম কুম্ভীরে দেখলে পলায় ডরে ।।